Coochbehar Gosamir Dynasty
ইতিহাস এখনও গল্প বলে কোচবিহারের গোসানিমারির রাজপাটে
শেষ আপডেট: 20th December 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো: গোসানিমারির ওই চত্বরে দেখা যায় পাহাড়ের মতো উঁচু উঁচু মাটির ঢিবি, অনেকের দাবি ওই মাটির ঢিবির নীচেই রয়েছে রাজপ্রাসাদ বা দুর্গ, আবার অনেকের মতেই গোসানিমারির সেই দুর্গ আলাউদ্দিন হোসেন সাহেবের আক্রমণের পরে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।