Chinses Cuisine
নতুন রূপে খুলল চিনে রেস্তোরাঁ 'হাকা'
শেষ আপডেট: 8th July 2024 20:05
দ্য ওয়াল ব্যুরো: সিটি সেন্টার ওয়ানে নতুনভাবে খুলে গেল চাইনিজ রেস্তোরাঁ 'হাকা'। দারুণ চমক থাকছে তাদের মেনুতে। হট বেসিল ফিশ, ভেলভেটি চিকেন, ভিয়েতনামিজ লেমনগ্রাস চিকেন, ক্রিম চিজ অ্যাভোকাডো মাকি, প্রন টেম্পুরা রোল, টেরিয়াকি চিকেন ওপেন বাও। থাকছে ডেসার্টও। আর কী রয়েছে নতুন মেনুতে জানতে দ্য ওয়াল পৌঁছে গেছিল 'হাকা'তে।