শেষ আপডেট: 9th March 2025 21:05
দ্য ওয়াল ব্যুরো: ‘পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী।’ অথবা, ‘সব পথ এসে মিলে গেল শেষে, তোমারই দু'খানি নয়নে।’
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন গান ও কবিতার এই লাইনগুলি ভারী মানানসই জীবনের যে কোনও সুন্দর মুহূর্তের আমন্ত্রণ পত্রে লেখার জন্য (calligrapher)। সেই কাজটিই করছেন শিল্পী দেবযানী (Dejani) ।
থাকেন বাগুইআটির একটি ফ্ল্যাটে। সুন্দর, ছিমছাম সাজানো গোছানো। কলিং বেল বাজাতেই হাসিমুখে দরজা খুলল নিজেই। দেবযানী দেব, আগে উকিল ছিলেন আর এখন শিল্পী, ক্যালিগ্রাফার। নিজের হাতে লিখে, এঁকে বিভিন্ন ধরনের কার্ড তৈরি করেন। বিয়ে, অন্নপ্রশান, জন্মদিন-- এই ধরনের যে কোনও শুভ অনুষ্ঠানকে স্পেশ্যাল করে তুলতে এমন সব সুন্দর কার্ডগুলির জুড়ি নেই।
এই ডিজিটাল প্রিন্টের (Digital Printing) যুগে এই ধরনের হাতের কাজ যেন ভাবাই যায় না। পরিশ্রম, সময়, ভাবনা-- সব দিক থেকেই ডিজিটাল এই যুগকে এভাবে টক্কর দেওয়া যে কতটা কঠিন, সেটাও বললেন শিল্পী।