শেষ আপডেট: 14 May 2025 20:55
২০ দিনের উৎকণ্ঠার অবসান। অবশেষে বিএসএফের হাতে কনস্টেবল পূর্ণম সাউকে তুলে দিল পাকিস্তান।
দ্য ওয়াল ব্যুরো: ২০ দিনের উৎকণ্ঠার অবসান। অবশেষে বিএসএফের হাতে কনস্টেবল পূর্ণম সাউকে তুলে দিল পাকিস্তান। বুধবার সকাল সকাল সেই খবর আসতেই রিষড়ার বাড়িতে স্বস্তি ফিরল। তারপরেই আনন্দের বাঁধ ভাঙল পরিবারে। আত্মীয় স্বজন প্রতিবেশীরাও সামিল হলেন সেই খুশিতে।