শেষ আপডেট: 22 May 2025 20:58
বৃহস্পতিবার সকালে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো দিতে আসলেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী কাজল।
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো দিতে আসলেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী কাজল। এদিন সকাল সকাল কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দক্ষিণেশ্বর মন্দিরে আসেন তিনি। অভিনেত্রীর আসার খবরে হইচই পড়ে যায় মন্দির চত্বরে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই শহরের সঙ্গে তাঁর আলাদা সম্পর্ক আছে। কলকাতাকে তিনি খুব ভালবাসেন। বারবার এই শহরকে নতুন বলেই মনে হয়। দক্ষিণেশ্বর মন্দিরে আসারও ইচ্ছে বহুদিনের, ছবির প্রচারে এসে সেই সুযোগ পেলেন।