শেষ আপডেট: 19 June 2025 15:08
নিরামিষ খাবার শুনলেই যাঁরা নাক সিটকান তাঁদের অবশ্যই যেতে হবে সিক্স হাঙ্গারফোর্ড স্ট্রিটের 'সিজফায়ার' রেস্তরাঁয়।
দ্য ওয়াল ব্যুরো: নিরামিষ খাবার শুনলেই যাঁরা নাক সিটকান তাঁদের অবশ্যই যেতে হবে সিক্স হাঙ্গারফোর্ড স্ট্রিটের 'সিজফায়ার' রেস্তরাঁয়। সারা বিশ্বের সব ধরনের ক্যুইজিন এখানে পাবেন সিজলার ফর্মে। শুধু তাই নয়,প্রতিটা পদই ভেজ।কেউ চাইলে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পদ করে দেন 'সিজফায়ার' রেস্তরাঁর শেফ। আর? মকটেলগুলোও কিন্তু দুর্দান্ত। মেনুতে কী কী আছে জানতে দেখুন পুরো ভিডিও।