Bardhaman Ramana Bagan Zoo
শেষ আপডেট: 12th December 2024 20:09
দ্য ওয়াল ব্যুরো: শীতের দুপুর। পরিখার পাশে রোদ পোহাচ্ছে কুমির। শীত ঘুমে গেছে সাপেরা। হরিণেরাও ছানাপোনা নিয়ে রোদের মধ্যে ছুটে বেড়াচ্ছে। পাথরের ঢিবিতে কী যেন খুঁজছে চিতাবাঘ। মুখ তুলে ঘুরে বেড়াচ্ছ উটপাখি, ময়ূর। খাঁচার সামনে ক্যামেরা নিয়ে যেতেই ছবি তুলতে ঝাপিয়ে পড়ল ভাল্লুক। যাবেন নাকি এমন দুনিয়ায়? তাহলে চলে আসুন বর্ধমানের রমনা বাগান মিনি জুতে।