Bardhaman Nil Bidroha History
সাহেবদের বর্বরতার স্মৃতি বাঁচাতে চায় বর্ধমানের মানুষ-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 26th January 2025 20:13
দ্য ওয়াল ব্যুরো: এক সময়ে ইংরেজদের বীভৎস অত্যাচারের সাক্ষী ছিল এই অঞ্চল। এই গ্রামের নাম কোঙারপাড়া। ব্রিটিশরা এখানে গড়ে তুলেছিল নীলকুঠি। মেমারির এই গ্রামের বিঘের পর বিঘে জমিতে নীল চাষ হতো। এখন কোঙারপাড়ার ভগ্নপ্রায় নীলকুঠিকে বাঁচাতে এগিয়ে এসেছেন স্থানীয়রা। তাঁরা চাইছে ব্রিটিশদের সেই অত্যাচারের ইতিহাস সংরক্ষণ করতে প্রশাসন এগিয়ে আসুক।