Bardhaman Masjid
শেষ আপডেট: 24th March 2025 20:04
দ্য ওয়াল ব্য়ুরো: অসমের রাজা রোগ মুক্ত হওয়ায় এক পীরকে এই মসজিদ উপহার দিয়েছিলেন। মসজিদ গড়ার জন্য হাতি-ঘোড়ার পিঠে করে আনা হয়েছিল পাথর। ৫০০ বছরের পুরনো খণ্ডঘোষের এই মসজিদ সম্প্রতির প্রতীক।