Bardhaman Lalji Mandir
বর্ধমানের লালজি মন্দির
শেষ আপডেট: 27th March 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো: ১৭৫২ সালে প্রতিষ্ঠিত ২৫ চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্র মন্দির, যার টেরাকোটা শিল্প পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এছাড়া এখানকার প্রাচীনতম মন্দির হলো লালজি মন্দির, যা ১৭৩৯ সালে বর্ধমানের জমিদার কীর্তিচন্দ্রের মা ব্রজকিশোরী দেবী নির্মাণ করেন। এখনও রীতি মেনে প্রতিদিন পোড়া রুটি ভোগ দেওয়া হয় এই মন্দিরের উপাস্য রাধাকৃষ্ণকে।