Bardhaman Football
শেষ আপডেট: 6th December 2024 20:26
দ্য় ওয়াল ব্যুরো: শুধু ফুটবল নয় ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল সবই সারান তিনি। ভাঙা ব়্যাকেট ও ক্রিকেটের ব্যাট নিয়েও চলে আসেন অনেকেই। তাদের সবার বিপদহরণ সুব্রত অধিকারী। ভালবেসেই রাতদিন বসে বসে ফুটবল-সহ নানা খেলার জিনিস সারাই করেন তিনি।