শেষ আপডেট: 13 May 2025 12:19
স্কুল জীবন শেষ করে সেনাতে যোগ দিয়েছিলেন। তারপর দেশের সুরক্ষায় জীবনের ২৪টা বছর কাটিয়ে দিয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের সেনা জওয়ান সুকান্ত সোম।
দ্য ওয়াল ব্যুরো: স্কুল জীবন শেষ করে সেনাতে যোগ দিয়েছিলেন। তারপর দেশের সুরক্ষায় জীবনের ২৪টা বছর কাটিয়ে দিয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের সেনা জওয়ান সুকান্ত সোম। অবসর নেওযার পরেও লড়াইয়ে নামার সেই সাহসিকতা আজও তিনি বুকে বয়ে নিয়ে বেড়ান। ভারত-পাক উত্তেজনার মধ্যে ফের লড়াইয়ের ময়দানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন বর্ধমানের এই প্রাক্তন সেনা জওয়ান।