Hilsa
বাংলাদেশের ইলিশ
শেষ আপডেট: 27th September 2024 20:18
দ্য ওয়াল ব্য়ুরো: ৪৪ হাজার কেজি ইলিশ বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলায় পৌঁছে গেছে। হাওড়ার পাইকারি ও খুচরো বাজারে মিলছে বাংলাদেশের রুপোলি শস্য। মরশুমের শেষ, পুজোর আবহ, চাহিদাও তুঙ্গে। ফলে ইলিশের কাঁটা চিবিয়ে খেতে গিয়ে, দামের কাঁটাও ভালই বিঁধছে আমজনতার গলায়।