Aparajita Adhya
শেষ আপডেট: 29th May 2024 12:08
দ্য ওয়াল ব্যুরো: 'আমার যবে থেকে জ্ঞান হয়েছে, যবে থেকে আমি বুঝতে শিখেছি তবে থেকেই শুনছি বাঙালি নাকি পিছিয়ে পড়েছে সবকিছুতে। এই যে বাঙালির পিছিয়ে পড়া এটা আমাদের (পড়ুন বাঙালিদের) তৈরি করা, আমরাই তৈরি করেছি, আমরাই বলতে শিখিয়েছি।' ভোট থেকে শুরু করে কাজ, বাঙালিয়ানা সবকিছু নিয়ে খোলামেলা আড্ডায় দ্য ওয়ালের অতিথি অপরাজিতা আঢ্য।