Adhir Chowdury
অধীর চৌধুরী
শেষ আপডেট: 8th December 2024 20:35
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের মৌলবাদীদের নিয়ে উদ্বিগ্ন অধীর। বাংলাদেশের পরিস্থিতির প্রভাব যাতে এদেশের উপর না পড়ে চাই কেন্দ্রকে তৎপর হতে বললেন তিনি। অধীরের দাবি, পাকিস্থান অনেক আগে ব্লিড ইন্ডিয়া স্ট্র্যাটেজি তৈরি করেছিল। এখন বাংলাদেশের মৌলবাদীদের সঙ্গে চক্রান্ত করে সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছে তারা। প্রচ্ছন্ন মদত রয়েছে চিনের। কারণ চিনও ভারতকে ঘিরে রাখতে চায়। তাই হিন্দু-মুসলিম, মন্দির-মসজিদ করলে চলবে না। এখনও এই নিয়ে থাকলে দেশের বারোটা বেজে যাবে। কেন্দ্রীয় সরকারের উচিত সমস্ত দলকে নিয়ে এই পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকা।