Chicken Pakora
৩ টাকায় বোনলেস চিকেন পকোড়া
শেষ আপডেট: 17th February 2025 19:54
দ্য ওয়াল ব্যুরো: চিকেন পাকড়া খেতে ভালোবাসেন? দুর্মূল্যের বাজারে এক পিস চিকেন পকোড়া দাম কোথাও ১০ টাকা, আবার কোথাও ১২ টাকা। কিন্তু এই বাজারেও মাত্র ৩ টাকায় মিলছে চিকেন পকোড়া। আর তাতেই শোরগোল পড়ে গেছে হাওড়ায়। সোশ্য়াল মিডিয়ায় এই ফুড স্টল এখন ভাইরাল।