শেষ আপডেট: 17 June 2025 15:08
বাংলার তিন পরিযায়ী শ্রমিক কাজের জন্য মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন। কিন্তু ভিন রাজ্যে গিয়ে তাঁদের ভাষা ও নাম তৈরি করল সমস্যা।
দ্য ওয়াল ব্যুরো: বাংলার তিন পরিযায়ী শ্রমিক কাজের জন্য মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন। কিন্তু ভিন রাজ্যে গিয়ে তাঁদের ভাষা ও নাম তৈরি করল সমস্যা। বাংলায় কথা বলায় ও তিনজনই একটি বিশেষ সম্প্রদায়ভূক্ত হওয়ায় মুম্বাই পুলিশ তাঁদের বাংলাদেশি ভেবে গ্রেফতার করে। তুলে দেয় বিএসএফের হাতে। বিএসএফ তাঁদের সীমান্ত পার করিয়ে বাংলাদেশে দেয়। অবশেষে পরিবার ও বাংলার পুলিশের তৎপরতায় বাড়িতে ফিরতে পারলেন ওই তিন ভারতীয় পরিযায়ী শ্রমিক। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। মুম্বাই পুলিশ ও বিএসএফের বিরুদ্ধে সরব হয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ।