শেষ আপডেট: 22 May 2025 20:50
দ্য অ্যাস্টর হোটেলের একশো একুশ বছরের পুরনো হেরিটেজ বিল্ডিং দেখে মুগ্ধ হতে হয়। মুগ্ধতা আরও বাড়ে এদের রেস্তরাঁগুলোর খাবারের স্বাদেগন্ধে।
দ্য ওয়াল ব্যুরো: দ্য অ্যাস্টর হোটেলের একশো একুশ বছরের পুরনো হেরিটেজ বিল্ডিং দেখে মুগ্ধ হতে হয়। মুগ্ধতা আরও বাড়ে এদের রেস্তরাঁগুলোর খাবারের স্বাদেগন্ধে। দ্য অ্যাস্টরের কাবাব স্পেশাল রেস্তরাঁ কাবাব-এ-কিউ। আর এখানে চলছে আনলিমিটেড কাবাব ফেস্টিভ্যাল। মেনুতে কী কী আছে, দাম কত, জানতে দেখুন পুরো ভিডিও।