চিড়িয়াখানায় গণ্ডগোল, বাঘ-সিংহের নয়, তৃণমূল-বিজেপির
দ্য ওয়াল ব্যুরো: ভরা শীতের মরশুম। এটাই তো চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়া ঘোরার মরশুম। কিন্তু কোভিডের দাপটে সেসব বন্ধ। সেই দর্শকশূন্য চিড়িয়াখানা সোমবার সকাল থেকে দফায় দফায় অগ্নিগর্ভ হল। নাহ! খাঁচার ভিতর বাঘ-সিংহের মারামারি নয়। বিজেপির দখল…