ন্যানোতেই বসল ব্যাটারি, সেই গাড়ি ছুটছে রমরমিয়ে! তাক লাগালেন বাঁকুড়ার মনোজিৎ
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: জ্বালানি তেলের দাম বাড়ছে হুহু করে। গাড়িতে তেল ভরতে ভরতেই পকেট গড়ের মাঠ। সেকারণে গাড়ি থাকলেও গাড়ি চালানো দায়। অন্যদিকে, গাড়ির জন্য দূষণও বাড়ছে। সুতরাং দূষণ ও জ্বালানির খরচ বাঁচাতে অভিনব উপায় বার করলেন বাঁকুড়ার…