১১ বছরে অনাথ হয়ে শিশুশ্রমের অন্ধকার, শিক্ষার আলোয় আজ অন্য অনাথ ভাইবোনদের ভরসা
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১১ বছর বয়সে তার মা ও বাবা দু'জনেই মারা যান টিবি অসুখে ভুগে। আর পাঁচটি গরিব, অনাথ শিশুর মতোই বইতে শুরু করেছিল জীবনের খাত। কিন্তু পাশে থেকেছিলেন এই সমাজের কিছু ভাল মানুষ। শুভাকাঙ্ক্ষী। তাঁদেরই জন্য আজ কাপড়ের দোকানে কাজ…