হু কি চিনকে সমঝে চলে? ‘শি’ নয় ‘ওমিক্রন’ কেন?
দ্য ওয়াল ব্যুরো: গ্রিক বর্ণমালার একটি করে অক্ষর ধরে ধরে নামকরণ করা হচ্ছিল করোনার এক একটি নতুন প্রজাতির ভাইরাসের। আলফা, বিটা, গামার পরে ডেল্টা, ল্যামডা-- এভাবে এগোচ্ছিল পরবর্তী প্রজাতির নাম। সেই মতোই, এবার করোনার যে নতুন ভ্যারিয়েন্টের হদিস…