বসিরহাটে পিঠেপুলির কর্মশালা, বোর্ডে এঁকে চলছে রেসিপি শেখার পালা
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে এখনও ঢের দেরি। সবে ঠান্ডা ঠান্ডা আমেজে মজছে বঙ্গবাসী। এরমধ্যেই শীতের অন্যতম প্রধান আকর্ষণ পিঠে-পুলি (pithepuli) নিয়ে জেলায় শুরু হয়ে গেল বিশেষ কর্মশালা (workshop)। এই অভিনব কর্মশালায় ভিড় জমছে বিভিন্ন…