বয়স তাঁর ১০৬, দেখেছেন দু’টি বিশ্বযুদ্ধ! কাজ থামাননি জাপানের বৃদ্ধতম মহিলা আলোকচিত্রী
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বযুদ্ধ সবে শুরু। সারা বিশ্বের রাজনীতি উত্তপ্ত। অস্থির সময়ে প্রতিদিন নতুন নতুন ঘটনার ঘনঘটা তখন। এমনই আবহে জন্মেছিলেন তিনি। ১৯১৪ সালে। বড় হয়েছেন লড়াই করেই। কিন্তু কেউ ভাবতেও পারেননি, এ মেয়ে পেশা হিসেবে বেছে নেবেন…