‘ডাইনি’ সন্দেহে ঘরছাড়া পরিবার! অন্তঃসত্ত্বাকে নিয়ে বিপাকে, শেষে পুলিশই বোঝাল…
দ্য ওয়াল ব্যুরো: গ্রামে নাকি অসুখবিসুখ লেগেই আছে। যত্রতত্র পড়ে থাকছে মাথার খুলি! এসবের জন্য গ্রামেরই এক পরিবারকে দায়ী করলেন বাকিরা (Birbhum)। অভিযোগ, ‘ডাইনি’ অপবাদে (Witchcraft) হেনস্থার শিকার হয়েছে ওই পরিবার। এমনকি তাদের ঘরছাড়াও করা…