বিয়েতে যেতে পারেননি, চিঠি পাঠিয়ে শুভেচ্ছা বার্তা পাঠালেন মমতা, আপ্লুত স্বরা
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতি আর অভিনয়, স্বরা ভাস্করের (Swara Bhaskar) বিয়েতে যেন সব মিলেমিশে একাকার। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েছেন অভিনেত্রী স্বরা। গত ১৬ মার্চ আয়োজিত হয়েছিল স্বরা ও ফাহাদের বিয়ের (Wedding)…