ওমিক্রন চোখ রাঙাচ্ছে, আন্তর্জাতিক উড়ান নিয়ে ফের সংশয়! জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
দ্য ওয়াল ব্যুরো: ত্রাসের নয় নাম ওমিক্রন। কোভিড সংক্রমণের এই নয়া ভ্যারিয়্যান্টকে ঘিরে ফের ঘন হয়েছে সংশয়, তুঙ্গে উঠেছে উদ্বেগের পারা। যখনই কোভিডের প্রকোপ কমতে শুরু করেছে, সারা দেশে তথা বিশ্বজুড়ে পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হওয়ার পথে…