গ্রামের নাম আলপনা! দেওয়াল ভরা ছবি যেন কথা বলে আউশগ্রামের লবণধারায়
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ছবির মতো গ্রামের কথা তো শোনা যায় হামেশাই ( Village Of Paintings ) । কিন্তু ছবির গ্রাম! যে গ্রামের সর্বত্র ছড়িয়ে রয়েছে শিল্পীদের হাতের ছোঁয়া। চারদিক রঙিন ছবির কারুকাজ।
এমনই এক গ্রামের নাম লবণধারা।…