ঝাড়খণ্ড থেকে ভ্যান চালিয়ে গঙ্গাসাগরে! ধন্যি দম্পতি, দেখুন তাঁদের ভিডিও
নকিব উদ্দিন গাজী, সাগরদ্বীপ
দ্য ওয়াল ব্যুরো: কষ্ট করলে তবেই না কেষ্ট মেলে! সেই বিশ্বাসেই আজীবন চলেছেন মহাদেব ঠাকুর। এতকাল তীর্থে তীর্থে ঘুরেছেন বাবা মাকে নিয়ে। ভরসা ছিল একটা প্যাডেল ভ্যান। এবার সেই ভ্যান চালিয়েই ঝাড়খন্ড থেকে গঙ্গাসাগর…