চার দশক পর জেগে উঠল পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি
দ্য ওয়াল ব্যুরো: প্রায় চার দশক পর জেগে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরি মাওনা লোয়া (Mauna Loa)। ১৯৮৪ সালে শেষবার হাওয়াই দ্বীপপুঞ্জের (Hawaii) এই আগ্নেয়গিরি (Volcano) থেকে লাভা নির্গত হয়েছিল। এরপর সক্রিয় থাকলেও অগ্নুৎপাত…