অভিন্ন দেওয়ানি বিধিতে আপত্তি নেই কংগ্রেসের, চায় সিদ্ধান্ত হোক সহমতের ভিত্তিতে
দ্য ওয়াল ব্যুরো: গুজরাত ও হিমাচলপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের দলীয় ইস্তাহারে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালু করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি (BJP)। কংগ্রেস (Congress) জানাল, এই বিষয়ে তাদের আপত্তি (objection) নেই। তবে…