আলিপুরদুয়ারের বাইসন ও হাতির তাণ্ডব, জখম দুই, নষ্ট হয়েছে ফসল
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বুনো বাইসন আর হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ারে। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতি ও বাইসনের তাণ্ডবে নাজেহাল হয় এলাকার মানুষ। আচমকা বাইসনের হামলায় গুরুতরভাবে জখম হয়েছেন দুই জন। আলিপুরদুয়ার…