যুদ্ধবিমানে দেব, কোথায় গেছেন বলুন দেখি
দ্য ওয়াল ব্যুরো: 'এমনি।' এইটুকু লিখেই পাশে একটি ভারতীয় পতাকার মোটিফ দিয়ে দু'টি ছবি পোস্ট করেছেন সাংসদ-অভিনেতা দেব। দেখা যাচ্ছে, একটি যুদ্ধবিমানে উঠছেন তিনি। অন্য ছবিতে বিমানের সামনেই দাঁড়িয়ে আছেন।
দেবের এই টুইট দেখে কৌতূহল আছড়ে পড়েছে…