বিষ্ণুপুরে এখনও ঘুরছে ‘অবাধ্য’ পর্যটক! নিজেই পথে নেমে মাস্ক পরালেন মহকুমা শাসক
দ্য ওয়াল ব্যুরো: পর্যটনকেন্দ্র বন্ধ হয়ে গেছে সরকারি নির্দেশিকায়। তালা পড়েছে বিষ্ণুপুরের সমস্ত মন্দিরে। তবু আনাচেকানাচে এখনও দেখা মিলছে পর্যটকদের। যাঁদের একটা বড় অংশই ঘুরে বেড়াচ্ছেন মাস্কহীন অবস্থায়। সেই দেখে বিষ্ণুপুরের পথে নামলেন খোদ…