ঠাকুরপুকুর-এসপ্ল্যানেড মেট্রোর জন্য মনোহর দাস তড়াগে শুরু হল মাটি পরীক্ষা
দ্য ওয়াল ব্যুরো: দ্রুত গতিতে চলছে ঠাকুরপুকুর -এসপ্ল্যানেড মেট্রোর (Metro) কাজ। একাধিক জটে আটকে যাওয়া এই প্রকল্পের কাজ মাঝে কিছু জায়গায় থমকে গিয়েছিল। তবে সেইসব জট এক এক করে কাটতে শুরু করায় ফের গতি পেয়েছে কাজ। এই মেট্রো প্রকল্পের অন্যতম পথ হল…