খেতমজুর থেকে ইউটিউবারের স্বপ্নের উড়ান, ৬২ বছরের গঙ্গাব্বা প্রথম প্লেনে উঠলেন
দ্য ওয়াল ব্যুরো: খেতে খেটেই খেতেন তিনি। জমি থেকে ভুট্টা তুলতেন। চাষের জমিতে কাজের সময়ে আকাশ দিয়ে উড়ে যেত প্লেন। কখনও ভাবেনইনি আকাশ থেকে মাটিটা কেমন লাগে সেটা দেখতে পাবেন। কিন্তু তেলেঙ্গানার প্রত্যন্ত অঞ্চলের খেত মজুর ৬২ বছরের বৃদ্ধা…