তালদিতে কিশোর সাঁতারু মৃত করোনায়, চোখের জল বাঁধ মানছে না পরিবারের! রইল ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: ১৩ বছরের তরতাজা এক কিশোর, জলই ছিল যার জীবন। সপ্তাহ খানেক আগেও জলে দাপিয়ে বেড়িয়েছে সে, রাজ্য স্তরে যে কোনও সাঁতার প্রতিযোগিতাই তার কাছে জলভাত হয়ে উঠেছিল। কিন্তু বিপুল সম্ভাবনা নিয়ে অকালেই ঝরে যাবে এমন রত্ন, তা কি…