সুভাষ ভৌমিকের নারীসঙ্গ-ডোপিং, বুলডোজারের বিস্ফোরক আত্মজীবনী প্রকাশ
দ্য ওয়াল ব্যুরো: তিনি ছিলেনই বিতর্কিত। ৭০ দশকেই সিগারেট খেয়ে মাঠে নামতেন। ময়দানে কথিত রয়েছে, সুভাষ ভৌমিক ফুটবলার হিসেবে বড় ছিলেন সন্দেহ নেই, কিন্তু তিনি ছিলেন বোহেমিয়ান চরিত্রের। এমনও হয়েছে অপ্রকৃতিস্থ অবস্থায় মাঠে এসেও দলের হয়ে হ্যাটট্রিক…