সানগ্লাস তৈরি হয়েছিল উকিলদের জন্য, এখন তা বিচারের গণ্ডি পেরিয়ে পা রেখেছে স্টাইলের ঘরে
দ্য ওয়াল ব্যুরো: পুজো তো চলেই এলো। শুরু হবে শপিং। আর শপিংয়ের সময় অত দিন রাত মাথায় রেখে তো শপিং করা যায় না। সুযোগ পেলেই বেরিয়ে পড়তে হয়। কিন্তু দিনের বেলা শপিংয়ে বেরোনো মানেই তো দারুণ রোদ। এত রোদে মাথা আর চোখ বাঁচিয়ে তো শপিং করতে…