জলপাইগুড়িতে আজানের সময় মাইক বন্ধ রাখল মসজিদ, বাচ্চাদের ক্লাস চলছে যে!
দ্য ওয়াল ব্যুরো: মসজিদের বাইরে নমাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে গুরগাওঁতে। নমাজ পড়া নিয়ে অসন্তোষ, বাদানুবাদ চলছেই। এর মাঝেই অভিনব ছবি দেখা গেল জলপাইগুড়ির গ্রামে। বাচ্চাদের পড়ার অসুবিধা যাতে না হয়, তাই আজানের সময় মাইক বন্ধ করে দিল মসজিদ কর্তৃপক্ষ।…