‘আমি আর কী বলব! তোমাদের চৈতন্য হোক’
শাশ্বতী সান্যাল
১ জানুয়ারি ইংরাজি বছরের প্রথম দিন। অথচ ভক্ত বাঙালির কাছে এ দিনের গুরুত্ব একেবারে আলাদা। বাইরের উৎসবে, আলোকময়তায় গা ভাসানোর দিন নয়, ১ জানুয়ারি বাঙালির কাছে আত্মমগ্নতার দিন। অন্ধকার থেকে জ্যোতির দিকে, নির্জ্ঞান থেকে চৈতন্যের…