মিঠুনদার মতো আমার ভাগ্যটা ভাল ছিল না, তাই কোনও পরিচালকের সুনজরে পড়িনি: শ্রীলেখা মুখোপাধ্যায়
ভারতবর্ষে ঐতিহ্যবাহী ১১৬ বছরের প্রাচীন গৌরবান্বিত প্রযোজনা সংস্থা অরোরা ফিল্ম কর্পোরেশনের ব্যানারে আবার ৪৫ বছর পর বড় পর্দায় ছবি মুক্তি পেতে চলেছে যা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নিঃসন্দেহে সুখবর বটে। অঞ্জন বসু প্রযোজিত 'কালকক্ষ'…