যুদ্ধ জিতে হাসছেন মণিকা, কোচ থেকে ছাঁটাই হয়ে নির্লিপ্ত সৌম্যদীপ
দ্য ওয়াল ব্যুরো: বিচার পেলেন মণিকা বাত্রা (Manika Batra)। তিনিই অভিযোগ করেছিলেন, ম্যাচ গড়াপেটা করতে বলেছিলেন কোচ সৌম্যদীপ রায় (Soumyadeep Roy)। এশীয় টিটির আসরে বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে ম্যাচের আগে সৌম্যদীপ জানিয়েছিলেন মণিকাকে…