‘বেঞ্চ প্রেসে’ নয়া নজির দুর্গাপুরের বিধায়কের! জানেন তো এটা কী খেলা?
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। জাতীয় বেঞ্চ প্রেস প্রতিযোগিতায় রুপো জিতে দুর্গাপুরের সীমা দত্ত চট্টোপাধ্যায় এই চিরকালীন প্রবাদ বাক্যটিকে ফের একবার প্রমাণ করে দিলেন।
আর পাঁচজন মহিলার মতো দুর্গাপুরের সীমারও ঘর-সংসার…