একহাতে রাইফেল, অন্যহাতে স্ক্যালপেল! ভারতীয় সেনাবাহিনীর নতুন গর্ব সিকিমের দীপশিখা
দ্য ওয়াল ব্যুরো: সিকিম থেকে এর আগে মাত্র একজন মহিলাই ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন দীপশিখা ছেত্রী। ভারতীয় সেনাবাহিনীর সেকেন্ড মহিলা অফিসার হলেন তিনি। তবে সেনাবাহিনীর দক্ষ জওয়ান ছাড়াও তাঁর আরও একটি পরিচয়…