দাঁইহাটের বড় বিলে হাজির পরিযায়ী পাখি, আগলে রাখতে নজরদারি পুরসভার
দ্য ওয়াল ব্যুরো : শীতের সঙ্গেই এসেছে পরিযায়ী পাখির ঝাঁক। সুদূর সাইবেরিয়া সহ বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে উড়ে এসেছে সেইসব শীতের অতিথিরা। কাটোয়ার দাঁইহাটের গঙ্গা লাগোয়া বড় বিল ভিনদেশি পাখিদের কলকাকলিতে মুখর। বিলের কাছে…