শচীনকে টপকে নজির বিরাটের, দারুণ লড়াই শার্দূলের, তবুও হার লোকেশের ভারতের
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে হারতে হল ভারতকে। তাদের হার ৩১ রানে। প্রথমে ব্যাটিং নিয়ে প্রোটিয়া বাহিনী করে ৫০ ওভারের ম্যাচে ২৯৬/৪। বিনিময়ে ভারতীয় দল ২৬৫/৮-র বেশি করতে পারেনি।
টসে হেরে বোলিং করতে নেমে…