আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেললেন সানিয়া, চলতি মরশুমই শেষ
দ্য ওয়াল ব্যুরো: অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন সানিয়া মির্জা। বুধবারই এ খবর জানিয়েছেন মিডিয়াকে। তিনি বলে দিয়েছেন, জানি না চলতি মরশুমটা শেষ করতে পারব কিনা, তবে আর কোর্টে নামব না সামনের বছর।
কেন আচমকা সরার সিদ্ধান্ত নিলেন ভারতের টেনিস সুন্দরী?…