বৌভাত বাড়িতে হঠাৎ পুলিশ, চমকে দিয়ে বাক্স থেকে বার করল জোড়া হেলমেট
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: আলোর রোশনাইয়ের সঙ্গে সানাই বাজছে। গোটা বাড়িতে হইহই। নববধূও সেজেগুজে নিজের আসনে। আর অতিথি আপ্যায়নে ব্যস্ত সদ্য বিবাহিত সৌম্য। হঠাৎ বৌভাত বাড়িতে সদলবলে হাজির পুলিশ।
আনন্দ মাথায় তখন সবার। একে অন্যের মুখ চাওয়াচাওয়ি…