ব্যাগের মধ্যে উঁকি দিচ্ছে বাঘের মাথা, হরিণের শিং! পাচারের ছক বানচাল করলেন গোয়েন্দারা
দ্য ওয়াল ব্যুরো: সীমান্ত পেরিয়ে গ্রামে ঢোকার সময় এক লোককে সন্দেহ হওয়ায় তাড়া করেন শুল্ক দফতরের গোয়েন্দারা। সেই ব্যক্তির সঙ্গে ছিল একটি ঢাউস ব্যাগ। গোয়েন্দাদের তাড়া খেয়ে ব্যাগ ফেলেই চম্পট দেয় সে। সেই ব্যাগ খুলতেই চোখ কপালে উঠে…